Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খোলাস্থানের দোকানে জ্বালানী তেল সরবরাহকালে লড়িতে আগুণ

শেখ হেদায়েতুল্লাহ, খুলনা

প্রকাশিত: ১৭:৩৮, ২০ মার্চ ২০১৯

প্রিন্ট:

খোলাস্থানের দোকানে  জ্বালানী তেল সরবরাহকালে লড়িতে আগুণ

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনায় জ্বালানি তেলের খুচরা দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে যমুনা তেল কোম্পানির একটি ট্র্যাংকলরি (চট্ট মেট্রো ঢ ৪১-০১৭৪) এবং একটি দোকান ও দোকানে থাকা জ্বালানি তেল পুড়ে গেছে।

বুধবার দুপুর আড়াইটায় কেএমপির হরিণটানা থানারমোস্তর মোড় (রূপসা সেতু বাইপাস সড়কের ) এলাকার অদূরে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার নিয়ন্ত্রন কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো: জাকির হোসেন জানান খোলা স্থানে ছাপড়া স্থাপনা খুলে জ্বালানি তেল বিক্রি হচ্ছিলো। যমুনা তেল কোম্পানির একটি ট্যাংকলড়ি তেল সরবরাহের সময় আগুন ধরে যায়।

পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ট্র্যাংকলড়ি, স্থাপনা ও দোকানে রাখা তেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের খুলনা, টুটপাড়া ও খালিশপুর স্টেশনের ৮টি ইউনিট প্রায় ১ ঘন্টা ১০ মিনিট চেষ্টার পরে আগুণ নেভে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তিনি জানাতে পারেননি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল আলম জানান, মোস্তর মোড় এলাকায় খোলাস্থানে পেট্রোল, ডিজেল বিক্রির দোকানের সামনে যমুনা অয়েল কোম্পানীর একটি লড়িতে আগুণ লাগে। এতে লড়িটি ও দোকান পুড়ে ভষ্মিভ’ত হয়েছে। ধারনা করা হচ্ছে খোলাস্থানে জ্বালানী তেল সরবরাহের সময়ে অসাবধানত:ভাবে আগুণের সূত্রপাত হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer