Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কোরিয়া উপদ্বীপে মার্কিন বোমারু বিমান উড়ানো বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ২৭ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কোরিয়া উপদ্বীপে মার্কিন বোমারু বিমান উড়ানো বন্ধ

ঢাকা : দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে যুক্তরাষ্ট্র আর তাদের বোমারু বিমান উড়াবে না। এ ধরণের মিশন বন্ধে সিউলের অনুরোধের প্রেক্ষিতে তারা এমন ঘোষণা দিলো। সোমবার এক মার্কিন জেনারেল একথা জানান।

উইএস প্যাসিফিক এয়ার ফোর্সের প্রধান জেনারেল চার্লস ব্রাউন পেন্টাগনে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে সহায়তার অংশ হিসেবে এই যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা হলো।

‘কন্টিনিউয়াস বোম্বার প্রেজেন্স মিশন’ এর অংশ হিসেবে ২০০৪ সাল থেকে মার্কিন এয়ার ফোর্স তাদের বি-১বিএস, বি-৫২এস ও বি-২এস বোমারু বিমান গুয়ামের মার্কিন ভূখণ্ডে মোতায়েন রেখেছে।

জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ অংশীদার দেশগুলো প্রায় নিয়মিতভাবে এ অঞ্চলের ওপর দিয়ে তাদের যুদ্ধবিমান চালায়। এর পাশাপাশি উত্তর কোরিয়া ও অন্যান্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে সামরিক শক্তির জানান দেয়ার অংশ এবং একটি প্রশিক্ষণ রুট হিসেবেও অঞ্চলটির আকাশ ব্যবহার করা হয়।

ব্রাউন বলেন, কোরীয় উপদ্বীপের উপর দিয়ে যুদ্ধবিমান না উড়ানো হলেও বোমারু বিমানের মোট সংখ্যার পরিবর্তন করা হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer