Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কেজি প্রতি চিনির দাম বাড়লো ৬ টাকা :পাম অয়েলে কমলো ৮ টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ৬ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:৪৩, ৬ অক্টোবর ২০২২

প্রিন্ট:

কেজি প্রতি চিনির দাম বাড়লো ৬ টাকা :পাম অয়েলে কমলো ৮ টাকা

সারা দেশে চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হলো। এছাড়াও পাম অয়েল সুপার লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। নতুন দাম আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তপন কান্তি ঘোষ বলেন, নতুন দাম অনুযায়ী, চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পামঅয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে, যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো।

চিনির দাম বাড়ানোর বিষয়ে সিনিয়র সচিব বলেন, কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। আর সয়াবিন ইতোমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে লিটারে ১৪ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer