Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এসএসসি পরীক্ষা যথাসময়েই নেব: শিক্ষা উপমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ জুন ২০২২

প্রিন্ট:

এসএসসি পরীক্ষা যথাসময়েই নেব: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই, এত বেশি চিন্তিত হওয়ারও কিছু নেই। আমরা সেটা যথাসময়েই নেব। আমরা তাদের আবার বইগুলো দিয়ে ও সময় দিয়ে পরীক্ষাগুলো নেব।

সোমবার বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই-২০২২)’ বিষয়ক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সব আঞ্চলিক পরিচালকদের কাছে বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি সিলেট ডিভিশন, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন এলাকায় এখনও বন্যার পানি নামেনি। এ পানি নামার পর পুনর্বাসনের একটা সময়ও আমাদের দিতে হবে।

অনুষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেল

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer