Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

এবার শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়াল সাকিব আল হাসানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৮:১৪, ১৪ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

এবার শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়াল সাকিব আল হাসানের

এবার শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে পড়লো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নাম। বাংলাদেশের `শেয়ার কেলেঙ্কারির হোতা` বলে অভিযুক্ত বিসিএস ক্যাডারের কর্মকর্তা সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরোর সঙ্গে যুক্ত থেকে সাকিব শেয়ার কেলেঙ্কারি করেছেন বলে অভিযোগ উঠেছে।

অথচ এই সাকিবই দেশের শেয়ারবাজারের ভাবমূর্তি বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিযুক্ত অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে ওই সব কারসাজির ঘটনায় সংশ্লিষ্ট শেয়ারগুলোর শীর্ষ ক্রেতার নামের তালিকায় সাকিবের নাম এসেছে। সম্প্রতি এমন সাতটি কারসাজির ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করে যে আদেশ দিয়েছে, তার চারটিতে তদন্তের সময়ে শীর্ষ শেয়ার কেনাবেচাকারীর নামের তালিকায় সাকিব এবং তাঁর মালিকানাধীন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংসের নাম উঠে এসেছে।

যেসব শেয়ার কারসাজির ঘটনায় সাকিব আল হাসানের নাম এসেছে, সেগুলো হলো- ওয়ান ব্যাংক, ফরচুন শুজ এবং এনআরবিসি ব্যাংক। এসব কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি হয়েছিল গত বছর। এ বছরের শুরুতে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি বিডি কম অনলাইনের কারসাজির ঘটনায় শীর্ষ ক্রেতার তালিকায় ছিল ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থান করায় এ বিষয়ে সাকিব আল হাসানের বক্তব্য জানা যায়নি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer