Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ঈদের ছুটিতেও খোলা থাকবে করোনা পরীক্ষাগার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ২০ মে ২০২০

প্রিন্ট:

ঈদের ছুটিতেও খোলা থাকবে করোনা পরীক্ষাগার

ঢাকা : ঈদের ছুটি, যে কোনো সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও করোনা ভাইরাস শনাক্তে দেশের সব পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত থাকবে।করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রাজধানীসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঈদের ছুটি সরকারি যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরিতে কাজ অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ লক্ষ্যে ঈদের ছুটি, যে কোনো ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনেও নমুনা সংগ্রহ, নমুনা ল্যাবরেটরিতে পাঠানো এবং পরীক্ষার ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।

বর্তমানে রাজধানী ঢাকায় ২১টি এবং ঢাকার বাইরে আরও ২১টিসহ মোট ৪২টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer