Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২২ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৭:০৪, ২২ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সংলাপের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে আলোচনায় বসতে বঙ্গভবনে গেছেন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বুধবার বিকেল ৩টার দিকে হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেন।

ইতোমধ্যে ১৪ দলের আরও দুই শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আমন্ত্রণ পেয়েছে সংলাপের। ন্যাপকে আগামী ২৬ ডিসেম্বর রোববার বিকেল ৪টায় এবং ওয়ার্কার্স পার্টিকে আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার একই সময়ে বঙ্গভবনে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি।

বাম গণতান্ত্রিক জোটের শরিকদের মধ্যে এখন পর্যন্ত কেবল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সংলাপের ডাক পেয়েছে। এ দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। জোটের নিবন্ধিত অন্য দু`দল সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এখনো সংলাপের চিঠি পায়নি।

এ ছাড়া ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় তরীকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস এবং ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বিএনএফ এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer