Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইসরাইলকে বর্ণবাদী বললেন হলিউড অভিনেত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১০:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

ইসরাইলকে বর্ণবাদী বললেন হলিউড অভিনেত্রী

ঢাকা: ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও হলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাটালি পোর্টম্যান নিজ দেশকে দখলদার ও বর্ণবাদী বলেছেন। লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-কুদস আল-আরাবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

নাটালি অধিকৃত আল-কুদস শহরে জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘ইসরাইলের আইনকে তিনি মোটেও সমর্থন করেন না।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের রাষ্ট্রীয় আইন বর্ণবাদী। এটা তাদের ভুল এবং আমি এ আইনের সঙ্গে একমত নই। রাজনীতিবিদের নেয়া সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে। আমি বিশ্বাস করি শুধুমাত্র আমাদের প্রতিবেশীদের প্রতি ভালোবাসা দেখালে এবং তাদের সঙ্গে মিলে কাজ করলেই পরিবর্তনটা আসবে।’

নাটালি এর আগেও কয়েকবার ইসরাইলের এমন সমালোচনা করেছেন। নাটালি পোর্টম্যানকে গত এপ্রিলে ‘জেনেসিস প্রাইজ ফাউন্ডেশন’ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয় ইসরাইল কিন্তু সে পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দেন হলিউডের এই অভিনেত্রী। সেসময় তিনি বলেছিলেন, ‘ঐ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে বৈধতা দিতে চান না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer