Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ২১ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

ঢাকা : ঢাকার দুই সিটি ভোটের নিরাপত্তা কৌশল নির্ধারণে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সচিব মো. আলমগীর জানিয়েছেন, ঢাকার ভোটে সেনা নামানোর কোনো পরিকল্পনা নেই। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব থাকে, সে নির্বাচনে তাদের ডাকা হয়। এটি জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচন। এখানে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ইভিএমে যারা কাজ করবে, তারা সেনাবাহিনীর ফোর্স না, টেকনিক্যাল লোক। যারা ইভিএমের এক্সপার্ট তাদের শুধু রাখা হবে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাদের কোনো দায়িত্ব নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে দৃশ্যমান নন- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, বিভাগীয় কমিশনারের সঙ্গে বেশ কয়েকবার কথা বলা হয়েছে। তারা বলেছে সব ম্যাজিস্ট্রেটকে দৃশ্যমান করার চেষ্টা করা হচ্ছে। তবে সবসময় যে ম্যাজিস্ট্রেটরা জানিয়ে মাঠে যাবেন তা নয়, কিছু সময় তদন্ত করতে হলে তাদের গোপনে যেতে হয়। এ জন্যই হয়তো সবার সামনে তারা দৃশ্যমান হচ্ছেন না। তবে রিপোর্ট তারা ঠিকই দিচ্ছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer