Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

অনুমোদনের অপেক্ষায় একনেকে ১৪ প্রকল্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

অনুমোদনের অপেক্ষায় একনেকে ১৪ প্রকল্প

ছবি: পিআইডি

ঢাকা : ২০১৯-২০ অর্থবছরের প্রথম একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে ১৪ টি উন্নয়ন প্রকল্প। বাজেট পাসের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা আজ।

মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় একনেকের বৈঠক।

সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়কের নবীনগর থেকে নয়াহাট ও পাটুরিয়া ঘাট এলাকা প্রশস্তকরণসহ আমিনবাজার থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় সার্ভিস লেন ও বাস-বে নির্মাণ প্রকল্প হাতে নিতে যাচ্ছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়।

এছাড়াও সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বগুড়া, নাটোর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, লাকসাম-বাইয়ারা বাজার, ওমরগঞ্জ-নাঙ্গলকোট জেলা মহাসড়ক উন্নয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সড়কবাতি স্থাপন ও আধুনিকায়ন প্রকল্প। সভাশেষে অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অর্থায়নের বিস্তারিত তুলে ধরবেন পরিকল্পনা মন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer