Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

ভারতে করোনায় রেকর্ড ছাড়িছে ৬১৪৮ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১০ জুন ২০২১

প্রিন্ট:

ভারতে করোনায় রেকর্ড ছাড়িছে ৬১৪৮ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১৪৮ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ হাজার ৫২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা লাখের নিচে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন। খবর এনডিটিভির

গত মার্চের মাঝামাঝিতে ভারতে একদিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ বাড়ে। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।