Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

উগান্ডায় প্রেসিডেন্ট পদে মুসেভেনিকে বিজয়ী ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ১৭ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

উগান্ডায় প্রেসিডেন্ট পদে মুসেভেনিকে বিজয়ী ঘোষণা

উগান্ডার জাতীয় নির্বাচনে দীর্ঘদিনের শাসক ইওয়েরি মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন৷ তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন ভোটে কারচুপির অভিযোগ এনে নিজেকে বিজয়ী দাবি করেছেন৷ খবর বিবিসির।

নির্বাচন কমিশন ঘোষিত ফলে বলা হয়েছে, মুসেভেনি প্রায় ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ভোট বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মুসেভেনি। ববি ওয়াইন ভোট কারচুরির ব্যাপক অভিযোগ তুলেছেন। ফল ঘোষণার পর পরই তা প্রত্যাখ্যান করেছেন ববি ওয়াইন৷ রয়টার্সকে দেওয়া মন্তব্যে তিনি এই নির্বাচনকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেন৷ দেশটি সামরিক বাহিনী তার বাড়ি ঘিরে রেখেছে এবং তাকে বের হতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ওয়াইন৷

প্রেসিডেন্ট মুসেভেনি জনগণের প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে৷ সাংবাদিকদের তিনি বলেন, কীভাবে বন্দুকের ব্যবহার করতে হয় সেটি আমাদের চেয়ে ভালো কেউ জানে না৷ আমাদের চেয়ে ভালো লড়াই করতে পারে এমন কেউই নেই৷

নির্বাচনী প্রচারের সময়ই উগান্ডাজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিল৷ নভেম্বরে ববি ওয়াইনকে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে তার সমর্থকদের দেশব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়৷ বৃহস্পতিবার নির্বাচনেও উগান্ডার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

Walton Refrigerator cables
Walton Refrigerator cables