Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

বৈরুতে অনুষ্ঠেয় দাতা সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

বৈরুতে অনুষ্ঠেয় দাতা সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননকে সহায়তার লক্ষ্যে দাতাদের জন্য আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। খবর এএফপি’র।
ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘প্রত্যেকে সাহায্য করতে চাই!’

তিনি এ ব্যাপারে লেবাননের প্রেসিডেন্ট এবং সম্মেলনের আয়োজক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, লেবাননের নেতৃবৃন্দ এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে রোববার আহ্বান করা সম্মেলনে অংশ নিতে যাচ্ছি।’

পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে ফোনালাপে দেশটির জনগণের প্রতি তার গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি এই কঠিন সময় স্বাস্থ্য ও মানবিক চাহিদা

মেটাতে একেবারে জরুরি সরবরাহ প্রদানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ দুই নেতা উদ্ধার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন। ট্রাম্প লেবাননের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনীয় সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান লেবাননের পথে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer