Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

কসোভোর প্রধানমন্ত্রী হোতি করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ৪ আগস্ট ২০২০

প্রিন্ট:

কসোভোর প্রধানমন্ত্রী হোতি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি। তিনি নিজেই এ তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির আনাদোলু ও পলিটিকো গণমাধ্যম।

নিজের ভেরিফায়েড পেজে দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিমপ্রধান দেশটির সরকারপ্রধান জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার শক্ত কোনো উপসর্গ নেই। শুধু হালকা কাশি রয়েছে।

আবদুল্লাহ জানান, তিনি আইসোলেশনে আছেন। আগামী দুই সপ্তাহ এ অবস্থায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ লাখ জনসংখ্যার দেশটিতে এখনও পর্যন্ত ৮১০৪ জন করোনা শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২১২ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables