Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

প্রকাশ পেল করোনাভাইরাসের ছবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

প্রকাশ পেল করোনাভাইরাসের ছবি

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন বিজ্ঞানীরা। একজন আক্রান্ত মার্কিন নাগরিকের শরীর থেকে ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের বিজ্ঞানীরা। সেখান থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে।

কিন্তু কোন ব্যক্তির শরীর থেকে এই ভাইরাস নেয়া হয়েছে, তা জানা সম্ভব হয়নি।-খবর ডেইলি মেইলের

বিভিন্ন ধরনের কোষ থেকে এই ছবি নেয়া হয়েছে। স্বাস্থ্যকর কোষ থেকে এই ভাইরাসের ভালো চিত্র এঁকে মেডিকেল ভিজ্যুয়াল আর্টিসরা তাতে রঙ দিয়েছেন।

করোনাভাইরাসের আণুবিক্ষণিক ছবির সঙ্গে সার্সের মিল পাওয়ায় বিজ্ঞানীরা মোটেও অবাক হননি। যেটার সঙ্গে এই নতুনটির নাম দেয়া হয়েছে, সার্স-কোভ-২।

করোনা বা মুকুটের আকারের সঙ্গে মিলে যাওয়ায় এই ভাইরাসটিকে করোনাভাইরাস নামে ডাকা হচ্ছে।