Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

নিউজিল্যান্ডে আগামী সেপ্টেম্বরে নির্বাচন আহ্বান প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

নিউজিল্যান্ডে আগামী সেপ্টেম্বরে নির্বাচন আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের লক্ষ্য বিদেশে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর দেশের জনগণের কাছে কেমন জনপ্রিয় তা যাচাই করে দেখা। খবর এএফপি’র।

মধ্য-বামপন্থী এ নেতা মঙ্গলবার ঘোষণা দেন যে আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের সর্বশেষ সম্ভাব্য তারিখের দুই মাস আগে তিনি এ নির্বাচনের ঘোষণা দিলেন। তখন তিনি তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা চালাবেন।

আর্ডার্ন বলেন, ‘আমি নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ে আমার নেতৃত্ব এবং সরকারের চলতি গতিপথ, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ব্যাপারে সমর্থন অব্যাহত রাখতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছি।’

৩৯ বছর বয়সী এ নেতা তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করায় তিনি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer