Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান নিয়োগ দিলেন খামেনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ১৩ জুন ২০২৫

প্রিন্ট:

ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান নিয়োগ দিলেন খামেনি

ফাইল ছবি

ইসরাইলের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর বাহিনীর নতুন প্রধান নিয়োগ দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।

শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হোসেইন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলি খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন।

এছাড়া আয়াতুল্লাহ আলি খামেনি সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিকে দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

নিয়োগ প্রদান সংক্রান্ত আদেশে (ডিক্রি) খামেনি ইহুদিবাদী সরকারের হাতে গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের জন্য মেজর জেনারেল বাঘেরির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া নতুন কমান্ডারের প্রশংসনীয় সেবা এবং মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরেন।

শুক্রবার ভোরে তেহরানের বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং ইরানের অন্যান্য অংশে ইসরাইল হামলা চালায়। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাঘেরি,  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান  কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং কমপক্ষে ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক অভিযানের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ভোরবেলায় ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables