Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩২, রোববার ২৭ জুলাই ২০২৫

গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরাইল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ২৭ জুলাই ২০২৫

প্রিন্ট:

গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় দৈনিক ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরাইল

ফাইল ছবি

ত্রাণ সরবরাহে গাজার ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় দৈনিক ১০ ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।

রোববার এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে রোববার থেকে গাজা উপত্যকায় স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কিছু এলাকায় সামরিক তৎপরতা বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে নির্দিষ্ট সময়ে আইডিএফ অভিযান পরিচালনা করবে না।জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানিবক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘এছাড়াও গাজা উপত্যকাজুড়ে বাসিন্দাদের কাছে খাদ্য ও ওষুধ সরবরাহ ও বিতরণকারী জাতিসংঘ এবং মানবিক সহায়তা সংস্থার কনভয়গুলো নিরাপদ যাতায়াতের জন্য নির্ধারিত নিরাপদ রুট সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।’

আইডিএফ জানিয়েছে, ‘ইসরাইলি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য গাজা উপত্যকায় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান কৌশল এবং আক্রমণাত্মক অভিযানের পাশাপাশি মানবিক প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে।’

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ইসরাইল এই পদক্ষেপ নিলো। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার অপুষ্টির কারণে গাজায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খাবারের অভাবে মারা যাওয়া মানুষের মোট সংখ্যা ১২৭ জনে পৌঁছেছে।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার রাতে গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ এই পদক্ষেপ নেয়া হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables