Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টায় ব্যর্থ হলেন পাকিস্তানি দূত

আন্তর্জাতিক ডেস্ক, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২০:২৭, ১১ মার্চ ২০২৫

প্রিন্ট:

যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টায় ব্যর্থ হলেন পাকিস্তানি দূত

ছবি: সংগৃহীত

তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং লস অ্যাঞ্জেলেস থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত আপত্তি ছিল, যার কারণে তাকে ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রদূত ওয়াগান বৈধ মার্কিন ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়েই ব্যক্তিগত সফরের জন্য লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। তবে সেখানে পৌঁছনোর পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। পরবর্তীতে কর্মকর্তারা তাকে ফেরত যেতে বাধ্য করেন।