Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা সৌদির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ১৫ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা সৌদির

ফাইল ছবি

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে। খবর সৌদি গ্যাজেটের। 

এ সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনি জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে হজ মন্ত্রণালয়।

গত কয়েক বছর ধরে ওমরাহ ভিসা প্রক্রিয়া সহজ করায় পবিত্র ওমরা পালনকারীর সংখ্যা অনেক বেড়েছে। এ বছর পবিত্র রমজানে তিন কোটি মুসলমান ওমরাহ পালন করেছেন।

উল্লেখ্য, এবারের হজ আগামী জুনের শুরুতে পালিত হবে। তবে হজের অস্বাভাবিক খরচ বেড়ে যাওয়ায় হজযাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। অনেকে হজের পরিবর্তে ওমরায় যাচ্ছেন। এ কারণেও আগের তুলনায় ওমরাযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer