Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩১, শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫

ঈদের দিনে ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ঈদের দিনে ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে যখন ইসলাম ধর্মাবলম্বীরা মেতেছেন ঈদের আনন্দে, তখন গাজাবাসীর ঈদ কাটছে আতঙ্কে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আর এ হামলায় গত ২৪ ঘণ্টায় ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫৬ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছে ১২২ জন এবং আহত হয়েছে আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।

তবে, নিহতের সংখ্যা এরচেয়ে বেশি হতে পারে। কারণ এখনও পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। 

এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer