Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩০, রোববার ০৪ জুন ২০২৩

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২২ মার্চ ২০২৩

প্রিন্ট:

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি পাকিস্তান ও ভারতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার  রাত ১০টা ১৭ মিনিটে আফগানিস্তানে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভত হয়।

কাবুল, ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে অনুভূত কম্পনের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর- আল জাজিরা।ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্প উৎপত্তির স্থল কাবুল থেকে ৪০০ কিলোমিটার উত্তরে জুর্মের কাছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি নয়াদিল্লি, ইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভারত-শাসিত কাশ্মীরের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

এছাড়াও তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন, কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১৮৭.৬ কিলোমিটার গভীরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer