Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩২, শনিবার ০২ আগস্ট ২০২৫

ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের নতুন সিইও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের নতুন সিইও

মার্কিন যুক্তরাষ্ট্রের কফি প্রস্তুতকারক সংস্থা স্টারবাকসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান। আগামী ১ অক্টোবর থেকে তিনি এই দায়িত্বভার গ্রহন করবেন। এর আগে লক্ষ্মণ বহুজাতিক কোম্পানি রেকিটে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্টারবাকসের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্ণণ অক্টোবরে যোগ দিলেও কোম্পানি এবং এর "পুনঃউদ্ভাবন" পরিকল্পনা সম্পর্কে কয়েক মাস শেখার পর ২০২৩ সালের এপ্রিল থেকে নেতৃত্ব দেবেন। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নেতৃত্ব দেবেন হাওয়ার্ড শুল্টজ।

নরসিমহান ২০১৯ সালের সেপ্টেম্বরে রেকিটে যোগ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে গঠিত হওয়ার পর থেকে রেকিটে নেতৃত্ব দেওয়া প্রথম বহিরাগত প্রার্থী ছিলেন।

স্টারবাকস বলেছে, নরসিমহান বর্তমানে শুল্টজ এবং ম্যানেজমেন্ট টিমের সঙ্গে তার সময় কাটাবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables