Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

ইথিওপিয়ায় নতুন মন্ত্রিসভায় অর্ধেক নারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ১৭ অক্টোবর ২০১৮

আপডেট: ১০:৪৯, ১৭ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

ইথিওপিয়ায় নতুন মন্ত্রিসভায় অর্ধেক নারী

ঢাকা : ইথিওপিয়ায় নতুন মন্ত্রিসভায় অর্ধেক নারী স্থান পেয়েছেন। এর আগে ইথিওপিয়ায় কিংবা আফ্রিকা মহাদেশে মন্ত্রিপরিষদে এত নারীর স্থান হয়নি।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রণালয়ের দায়িত্বও একজন নারীকে দেওয়া হয়েছে। তার নাম ইঞ্জিনিয়ার আয়েশা মোহাম্মদ। শান্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুফুরিয়াত কামি। প্রধানমন্ত্রী আবিয়ে আহমেদ মনোনীত নারীদের সমর্থন জানান এমপিরা।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নারীরা নেতৃত্ব দিতে পারেন না - মানুষের এমন ধারনাকে ভেঙে দেবেন আমাদের নারী মন্ত্রীরা।

তিনি আরো বলেন, নারীরা পুরুষদের চেয়ে কম দুর্নীতিপরায়ন এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। গত এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী আবিয়ে অনেকগুলো সংস্কার করেছেন। তিনি মন্ত্রীদের সংখ্যা ২৮ জন থেকে নামিয়ে ২০ জন করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer