Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৯ মার্চ ২০২০

প্রিন্ট:

বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

ঢাকা : করোনাভাইরাস মোকাবিলায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করে বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।