
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসী দমনে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বান্দরবানের পর্যটনসমৃদ্ধ চারটি উপজেলায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে হয়েছে।