Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

রাজধানীতে যানবাহন কম: চলছে দূরপাল্লার বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ৫ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:১৩, ৫ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

রাজধানীতে যানবাহন কম: চলছে দূরপাল্লার বাস

ছবি- সংগৃহীত

বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে রাজধানীর সড়কে যানবাহন কিছুটা কম। তবে চলছে দূরপাল্লার বাস।রোববার ভোর থেকেই রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে সপ্তাহের প্রথম কর্মদিবসে সেখানে অন্যান্য স্বাভাবিক সময়ে যেমন ভিড় থাকে তেমনই দেখা গেছে। কেউ যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।

গাবতলী, মাজার রোড এবং আশপাশের এলাকায় দোকানপাট ধীরে ধীরে খুলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মচাঞ্চল্য বাড়ছে। রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী গণপরিবহনগুলো প্রতিদিনের মতোই চলছে। বাসগুলোর ভেতরেও যাত্রীতে পরিপূর্ণ। ঢাকার বাইরে থেকে বেশ কিছু দূরপাল্লার বাস প্রবেশ করতে দেখা গেছে ।অবরোধের সমর্থনে বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer