Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় রেল চলাচল শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, রাজশাহী থেকে রাতে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেলস্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনায় ৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সরদহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুতির ঘটনায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer