Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

স্পেনে জরুরি অবতরণের সুযোগে ২১ যাত্রীর পলায়ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ৮ নভেম্বর ২০২১

প্রিন্ট:

স্পেনে জরুরি অবতরণের সুযোগে ২১ যাত্রীর পলায়ন

বিমানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে একজন যাত্রী। এরপর বিমানটি জরুরি অবতরণ করা হয়। আর সেই সুযোগে ২১ জন যাত্রী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

ওই ঘটনায় স্পেনের বিমানবন্দরটি প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ ছিল। জানা গেছে, মরক্কোর কাসাব্লাংকা থেকে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছিল বিমানটি।

সেই বিমানের একজন ডায়াবেটিক রোগীর শর্করা কমে যায়। এতে তিনি অসুস্থ হওয়ার কথা বললে জরুরি ভিত্তিতে তার চিকিৎসার জন্য উড়োজাহাজটি স্পেনের মায়োরকা বিমানবন্দরে অবতরণ করা হয়।

কিন্তু চিকিৎসাকর্মীরা বিমানের দরজা দিয়ে ঢুকতেই ২১ জন যাত্রী রানওয়েতে নেমে দৌড়ে পালিয়ে যায়। বিমানবন্দরের সীমানাপ্রাচীর পার হয়ে পালিয়েও যায় তারা।

পরে নিরাপত্তা রক্ষীরা ৯ জনকে আটক করেছেন। বিমানবন্দর থেকে যাত্রীরা হঠাৎ সিদ্ধান্তে পালিয়ে গেছে, নাকি তারা আগে থেকেই অবৈধভাবে স্পেনে প্রবেশের বুদ্ধি এঁটেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer