Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গ্রেপ্তার

ঢাকা : যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শনিবার জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী। পুলিশের একটি দল ওই বাসায় গিয়ে ফাতেমাকে উদ্ধার করে। পরে তিনি তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, রবিবার জাকির হোসেনকে আদালতে তোলা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer