Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

সাজেক ছাড়লেন ৭০০ পর্যটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ৩ জুলাই ২০২৪

প্রিন্ট:

সাজেক ছাড়লেন ৭০০ পর্যটক

ফাইল ছবি

সাজেকে আটকা পড়া ৭ শতাধিক পর্যটক খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে সাজেক থেকে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে তারা রওনা দেন।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-সাজেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার থেকে সাজেকে আটকা পড়েন ৭ শতাধিক পর্যটক।

মতিজয় ত্রিপুরা বলেন, ‘বাঘাইহাট বাজারে পানি কমতে শুরু করায় পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা জানতে পেরেছি, পর্যটকরা গঙ্গারামমুখ পর্যন্ত  যাবেন। পরে ডুবে থাকা সড়কের অংশ নৌকায় পার হয়ে খাগড়াছড়ি পৌঁছাবেন।’

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, ‘সড়কের পানি কমে যাওয়ায় আটকে থাকা পর্যটকবাহী গাড়িগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর বৃষ্টি না হওয়ায় পানি দ্রুত কমছে। এতে বিকেলের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer