ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে ঘুরতে গেলে এবার থেকে দিতে হবে কর। সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা। ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে করের কুপনও পৌঁছে দেওয়া হয়েছে শৈলশহরের হোটেলগুলোতে।পৌরসভার প্রধান দীপেন ঠাকুরি বলেন, ‘মূলত জঞ্জাল সাফাইয়ের জন্যই এই কর নেওয়া হবে।’
অন্যদিকে পৌরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটন সংস্থাগুলো। তাদের অভিযোগ, কোনো রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দীপেন জানান, এই করের বিষয়টি নতুন কিছু নয়।
৩০ বছর ধরে এই কর চালু ছিল দার্জিলিংয়ে। এক সময় নেওয়া হয়েছেও। মাঝের কয়েকটি বছর পর্যটকদের কাছ থেকে এই কর নেওয়া বন্ধ হয়েছিল। আবার তা চালু করা হলো।
আগে যেমন করের অঙ্ক ২০ রুপি ছিল, এখনো তা-ই রাখা হচ্ছে।দীপেন বলেন, ‘শহরের জঞ্জাল পরিষ্কার করতে অনেক খরচ হচ্ছে পৌরসভার। সেই কারণেই বাধ্য হয়ে আবার ওই কর ফিরিয়ে আনা হলো। পাহাড়ে পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত।’