Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

নদীতে প্লাস্টিকের বর্জ্য :সুন্দরবনে পর্যটক পাস বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৬ মে ২০২৩

প্রিন্ট:

নদীতে প্লাস্টিকের বর্জ্য :সুন্দরবনে পর্যটক পাস বন্ধ

ফাইল ছবি

নদীতে প্লাস্টিকের বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবন ভ্রমণে পর্যটক পাস বন্ধের নির্দেশ দিয়েছে বন বিভাগ।

শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে গত ২৭ মার্চ এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহারের কারণে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সুন্দরবনে পর্যটকদের জন্য সিংগেল ইউজ প্লাস্টিকসামগ্রী নিতে দেয়া হবে না।

তিনি জানান, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় সিংগেল ইউজ প্ল্যাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer