
ফাইল ছবি
নদীতে প্লাস্টিকের বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবন ভ্রমণে পর্যটক পাস বন্ধের নির্দেশ দিয়েছে বন বিভাগ।
শনিবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ মার্চ এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহারের কারণে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সুন্দরবনে পর্যটকদের জন্য সিংগেল ইউজ প্লাস্টিকসামগ্রী নিতে দেয়া হবে না।
তিনি জানান, দেশের উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় সিংগেল ইউজ প্ল্যাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে।