Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক বোরহান কবীরের মাতৃবিয়োগ: তথ্যমন্ত্রীর শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১৭ এপ্রিল ২০২১

প্রিন্ট:

সাংবাদিক বোরহান কবীরের মাতৃবিয়োগ: তথ্যমন্ত্রীর শোক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক ও বাংলা ইনসাইডার ডটকমের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের মা সৈয়দা রাহেলা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে সৈয়দা রাহেলা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক বার্তায় ড. হাছান বলেন, মমতাময়ী মা সৈয়দা রাহেলা বেগমের দীর্ঘ চার দশকের নিবেদিতপ্রাণ শিক্ষকতা জীবন থেকে অনেক শিক্ষণীয় রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables