সাংবাদিক ইউনিয়ন যশোর
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হতে সংগঠনটির ১৪ সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনি ও রোববার তারা নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র জমা দেন।
সভাপতি পদে এম. আইউব ও আকরামুজ্জামান, সহসভাপতি পদে বিএম আসাদ ও কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা মুন্না ও এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু ও মীর কামরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ ও জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ পদে এমএআর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম এবং সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস ও হানিফ ডাকুয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ৬ জুন সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১৭ জুন সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুিষ্ঠত হবে।