Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

রাশিয়ায় টুইটারকে আড়াই লাখ ডলার জরিমানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৩, ২৮ মে ২০২১

প্রিন্ট:

রাশিয়ায় টুইটারকে আড়াই লাখ ডলার জরিমানা

রাশিয়ায় টুইটারকে ২ লাখ ৫৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আপত্তিকর কিছু কন্টেন্ট ডিলিট না করায় বৃহস্পতিবার টুইটারকে জরিমানা করে মস্কোর আদালত।

এছাড়া গত মার্চ থেকে টুইটারের ইন্টারনেট গতি কম রয়েছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক বলেন, ইন্টারনেট গতি কমার পর টুইটার ৯০ শতাংশ অবৈধ কন্টেন্ট মুছে ফেলেছে। মুছে ফেলার মধ্যে শিশু পর্নোগ্রাফি, মাদকের অপব্যবহার, ক্ষুদ্রগোষ্ঠীকে হেয় করা ও আত্মঘাতীমূলক কন্টেন্ট ছিল।

তবে বৃহস্পতিবার টুইটারের বিরুদ্ধে ছয় ধরনের প্রশাসনিক অপরাধের জেরে বিচারিক ব্যবস্থা নেয়া হয়। একইসঙ্গে টিকটক, গুগলকেও জরিমানা করে দেশটির আদালত।

এর আগে এপ্রিলেও টুইটার বড় অঙ্কের জরিমানার শিকার হয়েছিল। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer