Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

করোনার প্রভাব অ্যাপলে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

করোনার প্রভাব অ্যাপলে

ঢাকা : চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দিন যাচ্ছেন আর এ ভাইরাসে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এতে এখন পর্যন্ত ১৩২ জন মারা গেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

ভয়াবহ এ পরিস্থিতিতে চীনে একটি স্টোর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শুধু তাই নয়, কর্মীদের চীন ভ্রমণ সতর্কও করেছে তারা।

চীনে অ্যাপলের ভোক্তার সংখ্যাও কমে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, লোকজন এখন বাড়ির বাইরে বের হচ্ছে না। এছাড়া কর্মীদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

উহান এবং চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables