Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

২০২১ সাল নাগাদ ডিজিটাল সেবা আরও সহজ হবে: জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২০ অক্টোবর ২০১৯

আপডেট: ১৩:২০, ২০ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

২০২১ সাল নাগাদ ডিজিটাল সেবা আরও সহজ হবে: জয়

ঢাকা : আগামী ২০২১ সাল নাগাদ দেশের সব ডিজিটাল সেবা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে এক সেবা, এক পে, এক শপ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের সব ডিজিটাল সেবা ২০২১ সালের মধ্যে জনগণের জন্য আরও সহজ হয়ে উঠবে। আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘ ডিজিটাল সূচকে বাংলাদেশ পঞ্চাশের মধ্যে জায়গা করে নেবে। এই সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১১৫তম।

অনুষ্ঠানে ই-গভর্নেন্স মাস্টারপ্ল্যানের মোড়কও উন্মোচন করেন সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে জানানো হয়, এক সেবা, এক পে সার্ভিসের সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য, গ্যাস-পানি-বিদ্যুৎ বিলসহ পণ্য কেনাকাটা করতে পারবেন নাগরিকরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer