Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২৪ মার্চ ২০১৯

প্রিন্ট:

বিশ্বে সবচেয়ে সস্তা ইন্টারনেট ভারতে

ঢাকা : ইন্টারনেটের যুগ বললেও ইন্টারনেট এখনো ফ্রি হয়নি। তবে অনেক দেশেই নামমাত্র মূল্যে ইন্টারনেটের সেবা দেয়া হয়। সম্প্রতি যুক্তরাজ্য-ভিত্তিক সংস্থা ‘ক্যাবল’ ইন্টারনেটের সহজ লভ্যতা নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে।

বিশ্বে ইন্টারনেট সবচেয়ে বেশি সস্তা ভারতে। মোবাইল ফোনে এক জিবি ইন্টারনেট ব্যবহারের জন্য ভারতে ব্যয় করতে হয় মাত্র সাড়ে ১৮ রুপি (০.২৬ ডলার)। অন্যদিকে এক জিবি ইন্টারনেটের জন্য যুক্তরাষ্ট্রে ১২.৩৭ ডলার এবং যুক্তরাজ্যে ৬.৬৬ ডলার ব্যয় করতে হয়। বিশ্বের ২৩০টি দেশের ইন্টারনেটের মূল্য তুলে ধরে যুক্তরাজ্য-ভিত্তিক সংস্থা ‘ক্যাবল’ এ তথ্য জানিয়েছে।

ক্যাবল’র প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের জনসংখ্যার বেশিরভাগ তরুণ এবং তাদের প্রযুক্তি সচেতনতা অনেক বেশি। তাই ভারতে স্মার্টফোনের বিশাল বাজার, মোবাইল টেলিকম সেবায় তীব্র প্রতিযোগিতা এবং ইন্টারনেটের দাম এতো কম।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বর্তমানে চীনের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারতে। দেশটিতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি। তিন বছর আগেও দেশটিতে মোবাইল ফোন ও ইন্টারনেট এত সস্তা ছিল না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer