Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হলো বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে সংযুক্ত হলো বাংলাদেশ

ঢাকা : মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত কনসোটিয়াম সভায় উদ্বোধন করা হলো পটুয়াখালী সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন।

দেড় হাজার জিবিপিএস ডাটা সরবরাহ ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় সাবমেরিন স্টেশনটি চালু হলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন বলে জানিয়েছে বিটিসিএল।

পটুয়াখালীর কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় ২০১৩ সালে ১০ একর জমির ওপর নির্মাণ করা হয় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। বিশ্বের ১৯টি দেশের টেলিযোগাযোগ সংস্থা এস ই এ-এম ই ডব্লিউ ই-৫ আন্তর্জাতিক কনসোটিয়ামের অধীনে গভীর সমুদ্রের নিচ দিয়ে ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, শ্রীলংকা ও ভারত হয়ে ইউরোপের ফ্রান্স পর্যন্ত লাইনটির সংযোগ চালু হলে, দেশের ডিজিটাল অগ্রযাত্রা আরো বেগবান হবে বলে প্রত্যাশা আইটি বিভাগের শিক্ষার্থীদের।

ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন বলে জানায় বিটিসিএল। এছাড়া, সফটওয়্যার ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন আইটি সংক্রান্ত কাজে গতি বাড়বে বলে জানান জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী।

পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৬শ` ৬০ কোটি টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer