Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ফের শুরু হলো টেন মিনিট স্কুল

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ফের শুরু হলো টেন মিনিট স্কুল

ফাইল ছবি

অনলাইন পাঠদানে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল খুলেছে। সোমবার তাদের অফলাইন সেন্টারের ক্লাস শুরু হয়েছে।ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় টেন মিনিট স্কুল।

পোস্টে লেখা হয়েছে, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ (সোমবার) থেকে আবারো শুরু হচ্ছে।

এর আগে গত ২ আগস্টে অনির্দিষ্টকালের জন্য সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস বন্ধ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

এদিকে ছাত্র আন্দোলনে ‘সংহতি’ জানিয়ে বিনিয়োগ হারানো ‘টেন মিনিট স্কুল’সহ স্টার্টআপ কোম্পানিগুলোয় অর্থলগ্নির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer