Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩২, শনিবার ১০ মে ২০২৫

‘সুরক্ষা’ ওয়েবসাইটে ‘ডিড্স’ অ্যাটাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ৭ আগস্ট ২০২৩

প্রিন্ট:

‘সুরক্ষা’ ওয়েবসাইটে ‘ডিড্স’ অ্যাটাক

ছবি- সংগৃহীত

কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র ওয়েবসাইট ডিড্স (DDoS) অ্যাটাকের শিকার হয়েছে বলে জানিয়েছে সরকারি সাইবার ইস্যু দেখভালকারী সংস্থা সার্ট। সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে দু’তিন দিন ধরে ‍সুরক্ষা ওয়েবসাইট থেকে সেবা নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন গ্রাহকরা। যার ফলে বিষয়টি বিভিন্ন জনের নজরে আসে। সোমবার (৭ আগস্ট) সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সন এই তথ্য নিশ্চিত করেছে। 

রিপোর্টের তথ্য অনুযায়ী, ডিড্স অ্যাটাকটি 183.171.175.20 এই আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছে। 

এদিকে এখনো কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষার ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সুরক্ষা থেকে করোনার টিকা নিবন্ধন, টিকা প্রদানের তারিখ, পরবর্তী দিন ও টিকার সনদ প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে সাটের্র প্রজেক্ট পরিচালক ইঞ্জি সাইফুল আলম খানকে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্ট দেখে নিন এখানে ক্লিক করে

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer