Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

নতুন ভূমিকায় ওয়েন রুনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ১১ জুলাই ২০২২

প্রিন্ট:

নতুন ভূমিকায় ওয়েন রুনি

আচমকাই আমেরিকায় দেখা মিলল ওয়েন রুনির। রবিবার রাতে আমেরিকার ডুলেস বিমানবন্দরে দেখা গেল ৩৬ বছরের রুনিকে। রুনি গত মরসুমে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। ডিসি ইউনাইটেডের হয়ে ৫২টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন, গোলে সহায়তা করেছেন ১২ বার।

এবার সেই ডিসি ইউনাইটেডে ক্লাবেরই কোচের পদে বসতে চলেছেন। সরকারি ভাবে ঘোষণা না হলেও খবর পাকা বলেই মনে করা হচ্ছে। ডিসি-র সঙ্গে চুক্তি পাকা হওয়ার পরেই তাঁর মার্কিন মুলুকে আগমন বলে খবর। তবে এখনও ভিসার বন্দোবস্ত হয়নি, তাই দলের সঙ্গে এখনই যোগ দিতে পারছেন না রুনি।  

আগের মরসুমে ডার্বি কাউন্টির কোচ ছিলেন রুনি। দল অবনমনে চলে গেলেও কোচ হিসেবে তাঁর নিঃস্বার্থ অবদান সকলের নজর কেড়েছে। সর্বত্র প্রশংসিত হয়েছেন ইংল্যান্ড এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা।