Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর জয় দিয়ে বঙ্গবন্ধু টি-২০ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৪ নভেম্বর ২০২০

প্রিন্ট:

রাজশাহীর জয় দিয়ে বঙ্গবন্ধু টি-২০ শুরু

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

মিরপুরে রৌদ্রজ্জ্বল দুপুরে মুশফিকের ঢাকার বিপক্ষে টস হেরে শুরুতেই ব্যাট করতে নামে শান্তর রাজশাহী। ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন দু`জন। ২ ওভারের দ্বিতীয় বলে ক্যাচ মিসের কারণে নতুন জীবন পান ইমন। এরপর দু`জন মিলে দলীয় স্কোরে তোলেন ৩১ রান। শান্ত ফিরে যান ১৭ রান কোরে। ৩৫ রান তুলে সাজঘরে ফেরেন ইমন। মাঝে রনি, আশরাফুলরা বেশিক্ষণ টেকেননি। এরপর দলের হাল ধরেন নুরুল ও মেহেদী হাসান। খাঁদের কিনারা থেকে দলকে টেনে তুলেন দু`জন। তাদের ৮৯ রানের অনবদ্য ইনিংসে দলীয় স্কোরে ১৫৬ রান তোলে রাজশাহী। মেহেদীর ফিফটি আর নুরুলের ৩৯ রানে সুবাদে ৯ উইকেটে ১৬৯ রানের স্কোর পায় রাজশাহী।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে তানজিদকে হারায় ঢাকা। ব্যর্থ হন ইয়াসির আলীও (৯)। মোহাম্মদ নাঈমের ২৬ রানের পর মুশফিকের ৪১ রানের ইনিংসটি আশা জাগিয়েছিলো ঠিকই। আকবর আলীর ৩৪ রানের লড়াকু ইনিংসের সঙ্গে ১৬ বলে ২৭ রান করে জয়ের কিনারায় নিয়ে যান মুক্তার আলী। তবে দলকে শেষ হাসিটা হাসাতে পারেননি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables