Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

অলিম্পিক স্থগিত করা অনিবার্য: আবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২৩ মার্চ ২০২০

প্রিন্ট:

অলিম্পিক স্থগিত করা অনিবার্য: আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে পড়েছে।আগামী কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এটি পিছিয়ে দেয়া বিকল্প অন্তর্ভুক্ত হতে পারে।

আবে বলেন, ‘যদি (গেমস) পুরোপুরি অনুষ্ঠিত করা সম্ভব না হয় তাহলে এটি স্থগিতের সিদ্ধান্ত অপরিহার্য হবে কারণ আমরা মনে করি অ্যাথলেটদের নিরাপত্তা সর্বজনীন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) স্থগিতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে আশাবাদ ব্যক্ত করে আবে বলেন, কারণ এই প্রক্রিয়াটিতে অনেক কাজ জড়িত এবং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত।

আসন্ন ৩২তম অলিম্পিয়াড টোকিও গেমস ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট ২০২০ পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এটির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, রবিবার পর্যন্ত জাপানে করোনাভাইরাসে এক হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছে (প্রমোদতরীর ৭১২ জনসহ)। যার মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables