Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

লাহরে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

লাহরে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

ঢাকা : রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একদিনের ম্যাচে পাকিস্তানের দেওয়া ২১০ রানের টার্গেটে খেলতে নেমে এক উইকেটে পাকিস্তানকে হারিয়ে জিতে যায় বাংলাদেশ।ক্রিকেট খেলায় পাকিস্তানের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম জয়। এছাড়া এ জয়ে পাকিস্তানে কোনো সিরিজ ড্র করতেও সক্ষম হলো বাংলাদেশ।

লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২১০ রানে অল আউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন নাহিদা খান। তারপর ৩৬ রান করেন আলিয়া রিয়াজ। বিসমাহ মারুফ করেন ৩৪ রান।

এদিকে বাংলাদেশ নারীরা খেলতে নেমে ভালোই শুরু করে। তবে মাঝে ছন্দপতন হয়। শেষপর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচ খেলে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। তারপর মুরশিদা খাতুন করেন ৪৪ রান। ৩১ রান করেন রুমানা।

বাংলাদেশের পক্ষে রুমানা ৩টি ও সালমা খাতুন ২টি উইকেট লাভ করেন। আর ১টি উইকেট নেন পান্না ঘোষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables