Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২২ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

র‌্যাংকিংয়ে মোস্তাফিজের ১৩ ধাপ উন্নতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ২২ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

র‌্যাংকিংয়ে মোস্তাফিজের ১৩ ধাপ উন্নতি

ঢাকা : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসির ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন এ বামহাতি পেসার।

১৩ ধাপ এগিয়ে মোস্তাফিজের র‌্যাংকিং এখন ১৮ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৮৩।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। ৩৩ রানে ২ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিলেন কাটার মাস্টারের তকমা পাওয়া এই টাইগার পেসার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে পকেটে পুরেছেন ৪ উইকেট। ইকোনমি রেট ২.৫৫! হয়েছেন ম্যাচ সেরাও।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে দশে থাকা একমাত্র বাংলাদেশি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০ নম্বরে থাকা সাকিবের রেটিং ৬১৯। মোস্তাফিজের আগে রয়েছেন আরেক বাংলাদেশি। তিনি হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫৯৯ পয়েন্ট নিয়ে মাশরাফি রয়েছেন ১৫তম স্থানে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer