Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ-নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ঢাকা : শ্রীলংকার বিপক্ষে দারুণ এক সফর শেষ করে দেশে অবস্থান করছেন টাইগাররা।

সাকিব আল হাসান এরই মধ্যে আইপিএল খেলতে ভারতে গেছেন। আগামী ১১ এপ্রিল মোস্তাফিজুর রহমানেরও আইপিএল খেলতে যাওয়ার কথা।

আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবগুলো ম্যাচ ডাবলিনে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer