Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

সিটবেল্ট না পরায় তিন ক্রিকেটারের জরিমানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ নভেম্বর ২০১৬

আপডেট: ১৪:১৮, ২৩ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

সিটবেল্ট না পরায় তিন ক্রিকেটারের জরিমানা

ঢাকা : সিটবেল্ট ছাড়া গাড়িতে করে ঘুরে বেড়ানোর ভিডিও ফেসবুকে ছেড়ে জরিমানার শিকার হয়েছেন তিন সাবেক তারকা ক্রিকেটার।

সাবেক ক্রিকেট তারকা এবং বর্তমানে ধারাভাষ্যকার শেন ওয়ার্ন, কেভিন পিটারসেন, এবং মাইকেল স্লেটারকে ৩০০ ডলার জরিমানা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টম্যাচের টিভি ধারাভাষ্য দিতে সেখানে গিয়েছিলেন এই তিন জন।

খেলার তৃতীয় দিন শেষে গাড়িতে করে যাবার ওই ভিডিও ফেসবুকে পোস্ট করেন শেন ওয়ার্ন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর গাড়ি চালাচ্ছেন, তার পাশে বসা সাবেক উইকেটকিপার ইয়ান হিলি। তারা দুজনেই সিটবেল্ট পরে আছেন, কিন্তু ওয়ার্ন, পিটারসেন ও স্লেটার বসে আছেন সিটবেল্ট ছাড়া।

চার মিনিটের ভিডিওর শেষ দিকে অবশ্য তাদের সিটবেল্ট পরতে দেখা যায়। তবে তাতে শেষরক্ষা হয় নি। ভিডিওর শুরুর সময়টুকু চলন্ত গাড়িতে সিটবেল্ট ছাড়া ভ্রমণের অভিযোগ এনে পুলিশ তিন ক্রিকেটারকে জরিমানা করে।

পুলিশ একটি বিবৃতিও দিয়েছে, যাতে সবাইকে সিটবেল্ট পরার কথা স্মরণ করিয়ে দেয়া হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer