Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২০ ১৪৩১, মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪

সাকিবের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ১৭ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সাকিবের বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা

ঢাকা : বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সাকিব আল হাসান। যার আয় বার্ষিক ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে কাজকরা ক্রিকেট ট্র্যাকার নামে ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুধু জাতীয় দলের সম্পদ নন, বিশ্বের প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে সমান বিচরণ বাংলাদেশের এই অলরাউন্ডারের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ- সব লিগেই বেশ ভালোই কদর সাকিবের। তবে সব থেকে বেশি আয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেই।

শুধু ক্রিকেট খেলেই এই পরিমাণ অর্থ উপার্জন করেননি সাকিব। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ উপার্জন করেছেন তিনি। এছাড়াও রয়েছে নিজের রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer